Friday 2 March 2012

[PF:168448] “নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে এক মহান নূর এসেছেন এবং একখানা সুস্পষ্ট কিতাব এসেছে।”

 

 

 

 "নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে এক মহান নূর এসেছেন এবং একখানা সুস্পষ্ট কিতাব এসেছে"

 

 

 

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, "মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেনআর সেই নূর মুবারক থেকেই সবকিছু সৃষ্টি করেন"

এ আয়াত শরীফ ও হাদীছ শরীফ-এ বর্ণিত "নূর" শব্দ দ্বারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই বুঝানো হয়েছে, যেহেতু তিনি "আপাদমস্তক নূর বা নূর-এর তৈরি"

, "তাফসীরে আবী সাউদ"-এর ৩য় খ- ১৮ পৃষ্ঠায় উল্লেখ আছে, "বর্ণিত আয়াত শরীফ-এর প্রথম শব্দ অর্থাৎ 'নূর' দ্বারা উদ্দেশ্য হলেন- "সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম তিনি; আর দ্বিতীয় শব্দ অর্থাৎ 'কিতাবুম মুবীন' দ্বারা উদ্দেশ্য হলো- কুরআন শরীফ"

 

, হাদীছ শরীফ-এ উল্লেখ আছে, "হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিততিনি বলেন, আমি মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হয়ে যাকআপনি আমাকে জানিয়ে দিন যে, মহান আল্লাহ পাক তিনি সর্ব প্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তিনি বলেন, হে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সবকিছুর পূর্বে আপনার নবী উনার নূর মুবারককে সৃষ্টি করেছেনঅর্থাৎ মহান আল্লাহ পাক উনার প্রথম সৃষ্টিই হচ্ছেন "নূরে হাবীবী" ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" (মসনদে আব্দুর রাযযাক)

 

, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, "হযরত আলী আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন- হে আমার রব! আমাকে কি দ্বারা সৃষ্টি করেছেন? জবাবে মহান আল্লাহ পাক তিনি বলেন, হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আমার (সৃষ্টিকৃত) সাদা নূর মুবারক (যা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করলাম, যে নূর মুবারককে আমি কুদরত মুবারক-এর দ্বারা আমার হুকুমে প্রথমেই সৃষ্টি করে রেখেছিলামআমি সম্মান প্রকাশার্থে উক্ত নূর মুবারককে আমার নূর মুবারক বলে সম্বোধন করিঅতঃপর উক্ত নূর মুবারক থেকে একটি অংশ বের করে তিন ভাগে ভাগ করলামপ্রথম ভাগ দ্বারা আপনার আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদেরকে সৃষ্টি করি, দ্বিতীয় ভাগ দ্বারা আপনার আহলিয়া ও ছাহাবীগণ উনাদেরকে সৃষ্টি করি, আর তৃতীয় ভাগ দ্বারা যাঁরা আপনার প্রতি মুহব্বত রাখেন উনাদেরকে সৃষ্টি করি".....(নূরে মুহম্মদী- ৪৭)"

 

, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার দেহ মুবারক সৃষ্টির উপাদান হচ্ছে- "মূল নূরে হাবীবী" যে 'নূরে হাবীবী' হযরত আদম আলাইহিস সালাম উনার থেকে হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার মাধ্যম হয়ে হযরত মা আমিনা আলাইহাস সালাম, উনার রেহেম শরীফ-এ সম্পূর্ণ কুদরতীভাবে স্থান নিয়েছেন

মুজাদ্দিদে আ'যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, "ফয়জুল ক্বাদীর শরহে জামিউছ ছগীর" কিতাবের ৩য় জিঃ, ৭৬৮ পৃষ্ঠায় উল্লেখ আছে, "হযরত আবুল উজাফা উনার হতে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি বলেন, আমার বিলাদতের সময় আমার মাতা হযরত আমিনা আলাইহাস সালাম তিনি দেখেন যে, একখানা "নূর মুবারক" উনার জিসিম মুবারক থেকে আলাদা হয়ে বছরা শহরের দালান-কোঠাসমূহ আলোকিত করে ফেলেছে"

 

, কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের অসংখ্য দলীল আদিল্লাহ দ্বারাই প্রমাণিত যে, আখিরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম তথা আপাদমস্তক নূরআর এটাই আহলে সুন্নত ওয়াল জামায়াত-এর ছহীহ আক্বীদা

 

আমাদের প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য হলো- মহান আল্লাহ পাক-উনার প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, মর্যাদা-মর্তবা উপলব্ধি করতঃ উনার প্রতি ছহীহ আক্বীদা পোষণকরত: যথাযথ তা'যীম-তাকরীম ও সম্মান প্রদর্শন এবং পরিপূর্ণ ছানা-সিফত করার মাধ্যমে মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের খাছ রেযামন্দি হাছিল করা

--
From:
[Pak-Friends] Group Member
Visit Group: http://groups.google.com/group/Karachi-786
Subscription: http://groups.google.com/group/karachi-786/subscribe
===========================================================
¸,.-~*'¨¯¨'*·~-.¸¸,.-~*'[PäK¤.¸.¤F®ï£ñD§]'*·~-.¸¸,.-~*'¨¯¨'*·~-.¸
===========================================================
All members are expected to follow these Simple Rules:
-~----------~----~----~----~------~----~------~--~---
Be Careful in Islamic Discussions;
Bad language and insolence against Prophets (and / or their companions, Islamic Scholars, and saints) is an Instant ban.
Abuse of any kind (to the Group, or it's Members) shall not be tolerated.
SPAM, Advertisement, and Adult messages are NOT allowed.
This is not Dating / Love Group, avoid sending personnel messages to group members.
Do not post anything linked to (or in favor of) facebook.
Thanks

No comments:

Post a Comment