Thursday 1 March 2012

[PF:168444] গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা

 

 

গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা

 

 

 

 

 

গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা হান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, 'হে মহিলারা! তোমরা পর্দার সাথে নিজ ঘরে অবস্থান করোঅর্থাৎ বেপর্দা হইওনা'

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, 'মহিলারা পর্দায় থাকবেকারণ তারা যখন বের হয় তখন শয়তান উঁকি-ঝুকি দিতে থাকে কিভাবে তাদের দ্বারা পাপ কাজ সংঘটিত করা যায়'

গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা খাছ পর্দা করার কারণেই মহান আল্লাহ পাক তিনি উনার ঘরে গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব শায়েখ সাইয়্যিদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার মতো ওলীআল্লাহ উনাকে পাঠিয়েছেন

যার থেকে সকলকেই ইবরত-নছীহত হাছিল করতে হবেঅর্থাৎ সকলকেই খাছ শরয়ী পর্দা পালন করতে হবে

 

সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ'যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন সেই যামানায় আল্লাহ পাক উনার খাছ লক্ষ্যস্থলউনার বিলাদত শরীফ থেকে বিছাল শরীফ পর্যন্ত পুরো জীবনেই মুসলমানদের জন্য রয়েছে নছীহত, ইবরত

 

 

 

 

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, "হে মহিলারা! তোমরা নিজ ঘরে অবস্থান করোঅর্থাৎ বেপর্দা হইওনা" গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা খাছ পর্দা করার কারণেই মহান আল্লাহ পাক উনার ঘরে গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব শায়েখ সাইয়্যিদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার মতো ওলীআল্লাহ উনাকে পাঠিয়েছেন

 

 

 হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বুযূর্গ মাতার শরয়ী খাছ পর্দা করা সম্পর্কে বলেন, উনার পিতা হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় দজলা নদীতে ভেসে আসা একটি আপেল ফল খাওয়ার কাফফারা হিসেবে সেই ফল বাগানে কয়েক বৎসর কাজ করেন

 

অতঃপর হযরত সাইয়্যিদ আবূ ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি সেই বাগানের মালিক হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, 'হুযূর! আমার ফলের মূল্য কি এখনও পরিশোধ হয়নি?' হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, 'হ্যাঁ হয়েছেতবে একটি শর্তে আপনাকে মুক্তি দিতে পারি' শর্ত হলো- 'আমার একটি মেয়ে আছে উনাকে বিবাহ করতে হবেমেয়েটি অন্ধ, বোবা, বধির, খঞ্জ, লুলা, কালো ও কুৎসিত' একথা শুনে হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন, 'এ ধরনের একটি মেয়েকে বিয়ে করবো! যার কাছ থেকে খিদমত পাওয়ার পরিবর্তে উল্টো তাঁকেই খিদমত করতে হবে' কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, কাজেই এখন যদি তিনি ক্ষমা না করেন (বিবাহ করা ব্যতীত) তবে আল্লাহ পাক উনার কাছে কি জবাব দিবো ইত্যাদি চিন্তা করে রাজি হয়ে গেলেন

 

 বিয়ে হয়ে গেলোহযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি বাসর ঘরে প্রবেশ করেই (হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি তিনি যা বলেছেন তার বিপরীত দেখতে পেয়েই) তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে আসলেনঘর থেকে বের হয়েই দেখলেন, সম্মুখের পারিবারিক রাস্তায় হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি উনাকেতিনি হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখে বললেন, 'কি ব্যাপার আপনি বের হয়ে আসলেন কেনো?' জবাবে হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, 'হুযূর! আপনি যা বলেছিলেন এখন দেখি তার সম্পূর্ণ বিপরীততাই আমি বের হয়ে এসেছি' হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন (যা তিনি পূর্বেই বুঝতে পেরেছিলেন এমন কিছু ঘটবে) 'বাবা! উনিই আপনার আহলিয়ারাত কাটানসকালে আপনার প্রশ্নের জবাব দেবো'

 

পরদিন হযরত আব্দুল্লাহ সাওমায়ি রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, 'বাবা! আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই জন্যে যে- আমার মেয়ে কখনও কোনো পর পুরুষকে দেখেননিবোবা বলেছি এজন্যে যে- তিনি কখনও কোনো পাপের কথা মুখে আনেননিবধির বলেছি এজন্যে যে- তিনি কখনো পাপের কথা কানে শুনেননিখঞ্জ ও লুলা বলেছি এজন্যে যে- তিনি কখনও কোনো পাপের পথে পা বাড়াননি এবং কোনো পাপ কাজ স্পর্শ করেননিকালো ও কুৎসিত বলেছি এজন্যে যে- উনাকে কখনও কোনো পর পুরুষ দেখেনি' এই কথা শুনে হযরত সাইয়্যিদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার শোকরগুজার করলেনকারণ "সূরা নিসা, সূরা নূর ও সূরা আহযাব" সূরাসমূহে পর্দা করার ব্যাপারে কঠোর আদেশ-নির্দেশ করা হয়েছেযেমন আল্লাহ পাক তিনি সূরা নূর-এর ৩০, ৩১ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেন, "(হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি মু'মিনদেরকে বলুন, তারা যেনো তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের ইজ্জত-আবরু হিফাযত করেএটা তাদের জন্য পবিত্রতার কারণনিশ্চয়ই আল্লাহ পাক তিনি তারা যা করে তার খবর রাখেনআর আপনি মু'মিনাদেরকে বলুন, তারাও যেনো তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের ইজ্জত-আবরু হিফাযত করে ও তাদের সৌন্দর্য প্রকাশ না করে"

 

 

 বাইহাক্বী ও মিশকাত শরীফ-এর বরাত দিয়ে বলেন, হাদীছ শরীফ-এ আরো ইরশাদ হয়েছে, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন, আমার নিকট এই হাদীছ শরীফ পৌঁছেছে, "যে দেখে এবং দেখায় তার প্রতি আল্লাহ পাক উনার লা'নত" অর্থাৎ আল্লাহ পাক উনার কালাম পাক এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাদীছ শরীফ দ্বারা সরাসরি পর্দাকে ফরয করে দিয়েছেনশুধু তাই নয় বরং চোখের দৃষ্টিসহ সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে হিফাযত করে পর্দা করতে বলেছেন

 

'মুসনাদে আহমদ শরীফ'-এ আরো ইরশাদ হয়েছে, "দাইয়ুছ বেহেশতে প্রবেশ করতে পারবে না" দাইয়ুছ ওই ব্যক্তি যে নিজে পর্দা করে না এবং তার অধীনস্থদেরও পর্দা করায় নাঅর্থাৎ যারা বেপর্দা হয়ে থাকে হাদীছ শরীফ-এর বর্ণনা মুতাবিক তারা সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা অবৈধ কাজ তথা ব্যভিচারে মশগুল বা লিপ্তকাজেই পুরুষ মহিলা উভয়ের জন্যই খাছ শরয়ী পর্দা পালন করা ফরযে আইন

 

 

, মূলকথা হলো- গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতা খাছ পর্দা করার কারণেই মহান আল্লাহ পাক উনার ঘরে গাউছুল আ'যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব শায়েখ সাইয়্যিদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার মতো ওলীআল্লাহ উনাকে পাঠিয়েছেনযার থেকে সকলকেই ইবরত-নছীহত হাছিল করতে হবেঅর্থাৎ যারা চায় যে, তাদের সন্তান নেককার বা আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হোক; তবে তাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, খাছ শরয়ী পর্দা পালন করাআল্লাহ পাক তিনি আমাদের সকলকে খাছ শরয়ী পর্দা পালন করার তাওফীক দান করুন। (আমীন)

--
From:
[Pak-Friends] Group Member
Visit Group: http://groups.google.com/group/Karachi-786
Subscription: http://groups.google.com/group/karachi-786/subscribe
===========================================================
¸,.-~*'¨¯¨'*·~-.¸¸,.-~*'[PäK¤.¸.¤F®ï£ñD§]'*·~-.¸¸,.-~*'¨¯¨'*·~-.¸
===========================================================
All members are expected to follow these Simple Rules:
-~----------~----~----~----~------~----~------~--~---
Be Careful in Islamic Discussions;
Bad language and insolence against Prophets (and / or their companions, Islamic Scholars, and saints) is an Instant ban.
Abuse of any kind (to the Group, or it's Members) shall not be tolerated.
SPAM, Advertisement, and Adult messages are NOT allowed.
This is not Dating / Love Group, avoid sending personnel messages to group members.
Do not post anything linked to (or in favor of) facebook.
Thanks

No comments:

Post a Comment